বাটিকামারী ইউনিয়নের সর্ব দক্ষিনের গ্রাম চাওচা, চাওচা গ্রাম ০২টি ওয়ার্ডে বিভক্ত, চাওচা-জোনারংক-০৮নং ওয়ার্ড, দক্ষিন পাড়া-খন্দকার পাড়া-০৯ নং ওয়ার্ড, চাওচা মিয়াপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় টি চাওচা মিয়াপাড়ায় অবস্থিত। ১৯৩৫ইং সালে চাওচা গ্রামের ঐতিহ্যবাহী মিয়া বংশের ধারক বাহক মৃত আঃ মজিদ মিয়া, মৃত মাছিম মিয়া তাদের পৈতৃক জমিতে পিছিয়ে পড়া জনপদের শিক্ষার উন্নয়নের জন্য প্রাথমিক বিদ্যালয় স্থাপন করেন। তখন একটি টিনের চার চালা ঘরে এর কার্যক্রম শুরু হয়। পরবর্তীতে উত্তর পাশে একটি একতলা ভবন নির্মান হয় ১৯৯৮ সালে। পরবর্তীতে দ্বিতল ভবনে পরিনত হয়।
ছবি | নাম | মোবাইল নং | ই-মেইল |
---|---|---|---|
কাজী দিদার হোসেন | 01822814202 |
অষ্টম শ্রেনী পর্যন্ত পাঠদান ব্যবস্থা চালু করা।
গোপালগঞ্জ জেলা সদর থেকে মুকসুদপুর কলেজ রোডে নেমে তার পরে বাস যোগে বাটিকামারী বাজার ষ্টেশনে নেমে ভ্যান বা অটো যোগে চাওচা মিয়া পাড়া।
গোপালগঞ্জ জেলা সদর টেকের হাট হয়ে বরইতলা বাস ষ্টেশনে নেমে তার পরে বাস যোগে বাটিকামারী বাজার স্টেশনে নেমে ভ্যান বা অটো যোগে চাওচা মিয়া পাড়া।
মুকসুদপুর উপজেলা সদর থেকে বাস যোগে বাটিকামারী বাজার স্টেশনে নেমে ভ্যান বা অটো যোগে চাওচা মিয়া পাড়া।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস